Technology

ফ্রিতে এসএমএস পাঠানোর জন্য অনেক ওয়েবসাইট ও অ্যাপ থাকলেও সবগুলো ঠিক মত কাজ করে না। আবার কখনও কখনও এসএসএম যেতে অনেক সময় লেগে যায়। তবে আজ আমরা এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যেটি দিয়ে আপনি খুব দ্রুত ও আনলিমিটেড এসএমএস পাঠাতে পাববেন। এক্ষেত্রে প্রাপক এসএমএসটি একটি রেন্ডম নাম্বার থেকে পাবে তাই অ্যাপটি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তো চলুন দেখে নিই কিভাবে অ্যাপের মাধ্যমে আনলিমিটেড এসএমএস পাঠাবেন।

কিভাবে অ্যাপ দিয়ে ফ্রি এসএমএস পাঠাবেনঃ

১. প্রথমে নিচের লিঙ্কে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপ লিঙ্ক: BD GO SMS

Send Unlimited free SMS

২. ‍Singup অপশনে গিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে Sign Up করে নিন।
Send Unlimited free SMS in BD

৩. এবাব Login অপশানে থেকে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
Send Unlimited free SMS, Free SMS in BD.

৪. অ্যাপে প্রবেশ করার সাথে সাথে আপনি ৫০ পয়েন্ট পেয়ে যাবেন। যা দিয়ে আপনি ফ্রিতে এসএমএস করতে পারবেন আর প্রতি এসএমএস বাবদ ২ পয়েন্ট কাটা হবে।
৫. SMS পাঠাতে ‍Send আইকনে ক্লিক করুন। এখানে আপনি দুটি অপশন পাবেন একটি হলো আপনি যদি এখনি কোন এসএমএস পাঠাতে চান তাহলে Send আইকন আর যদি অন্য যেকোন সময় পাঠাতে যান তাহলে সিডিউল সেট করতে ক্যালেন্ডার আইকনে ক্লিক করুন।
Free SMS in BD

৬. এরপর প্রাককের মোবাইল নাম্বার ও আপনার মেসেজ টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
Send Unlimited free SMS

কিভাবে পয়েন্ট পাবেনঃ

প্রথমেই বলেছিলাম অ্যাপটির মাধ্যমে এসএমএস পাঠাতে হলে আপনার একাউন্টে পয়েন্ট থাকতে হবে। তবে আপনি এই পয়েন্ট একদম ফ্রিতে নিতে পারেন। 
১. নতুন একাউন্ট করার পর পাবেন ৫০ পয়েন্ট।
২. প্রতিদিন অ্যাপে প্রবেশ কবে অ্যাপের মেনুতে ক্লিক করে Get Points এ ক্লিক করলে Daily Bouns অপশান থেকে প্রতিদিন ৭৫ পয়েন্ট পাবেন। এছাড়া একটি SPIN আছে সেটি স্পিন করে আরো কিছু। পয়েন্ট পাবেন।
Send Unlimited free SMS
৩. Daily Bouns এর নিচে আরেকটি অপশান আছে Video rewarded এখান থেকেও  ভিডিও ভিউ করে ৫+ পয়েন্ট পাবেন। 
এভাবে পয়েন্ট জমা করে আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেন।


No comments

Powered by Blogger.